আল্লাহর গুনবাচক নামসমূহ

মহান আল্লাহ্‌ রব্বুল আ’লামীনের রয়েছে সুন্দর সুন্দর নাম যে নাম গুলো দিয়ে তিনি ডাকতে বলেছেন।যেমন তিনি সূরা আ’রফ এর ১৮০ নং আয়াতে বলেছেন

ولِلّٰهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا

অর্থঃ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক।

মহান আল্লাহ্‌ রব্বুল আলামীন অন্যত্র বলেছেন

قُلِ ادْعُواْ اللّٰهَ أَوِ ادْعُواْ الرَّحْمَـنَ أَيًّا مَّا تَدْعُواْ فَلَهُ الأَسْمَاء الْحُسْنَى

অর্থঃ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। [ সূরা আল আ’রাফঃ ১৭/১১০]

আল্লাহর রাসুল (সঃ) বলেন,

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ- حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ- حَدَّثَنَا مَعْمَرٌ- عَنْ أَيُّوبَ- عَنِ ابْنِ سِيرِينَ- عَنْ أَبِي هُرَيْرَةَ- وَعَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ- عَنْ أَبِي هُرَيْرَةَ- عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‏”‏ ‏.‏ وَزَادَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ ‏”‏ ‏

অর্থঃ আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিরানব্বইটি অর্থাৎ এক কম একশটি নাম আছে। যে ব্যক্তি তা মূখস্ত ও সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাম্মাম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইটুকু বর্ধিত করে বলেছেন যে, তিনি (আল্লাহ্‌) বেজোড় এবং তিনি বেজোড় ভালবাসেন।
[সহীহ মুসলিম। অধ্যায়ঃ ৫০ যিকির, দু’আ, তাওবা ও ইসতিগফার

(كتاب الذكر والدعاء والتوبة والاستغفار)

image_pdf
# নাম উচ্চারণ অর্থ অডিও
১.

اَللّٰهُ

আল্ল-হ্‌ আল্ল-হ্‌
২.

اَلرَّحْمٰنُ

আররহ্‌মা-ন পরম দয়ালু
৩.

اَلرَّحِيمُ

আর রহী-ম অতিশয়-মেহেরবান
৪.

اَلْمَلِكُ

আল-মালিক সর্বকর্তৃত্বময়
৫.

اَلْقُدُّوسُ

আল-কুদ্দুস নিষ্কলুষ, অতি পবিত্র
৬.

اَلسَّلاَمُ

আস-সালাম নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী
৭.

اَلْمُؤْمِنُ

আল-মু’মিন নিরাপত্তা ও ঈমান দানকারী
৮.

اَلْمُهَيْمِنُ

আল-মুহাইমিন পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী
৯.

اَلْعَزِيزُ

আল-আ’জীজ পরাক্রমশালী, অপরাজেয়
১০.

اَلْجَبَّارُ

আল-জাব্বার দুর্নিবার
১১.

اَلْمُتَكَبِّرُ

আল-মুতাকাব্বিইর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী
১২.

اَلْخَالِقُ

আল-খালিক্ব সৃষ্টিকর্তা
১৩.

اَلْبَارِئُ

আল-বারী সঠিকভাবে সৃষ্টিকারী
১৪.

اَلْمُصَوِّرُ

আল-মুছউইর আকৃতি-দানকারী
১৫.

اَلْغَفَّارُ

আল-গফ্ফার পরম ক্ষমাশীল
১৬.

اَلْقَهَّارُ

আল-ক্বাহার কঠোর
১৭.

اَلْوَهَّابُ

আল-ওয়াহ্হাব সবকিছু দানকারী
১৮.

اَلرَّزَّاقُ

আর-রজ্জাক্ব রিযকদাতা
১৯.

اَلْفَتَّاحُ

আল ফাত্তাহ বিজয়দানকারী
২০.

اَلْعَلِيْمُ

আল-আ’লীম সর্বজ্ঞ
২১.

اَلْقَابِضُ

আল-ক্ববিদ্ব সংকীর্ণকারী
২২.

اَلْبَاسِطُ

আল-বাসিত প্রশস্তকারী
২৩.

اَلْخَافِضُ

আল-খফিদু অবনতকারী
২৪.

اَلرَّافِعُ

আর-রফীই’ উন্নতকারী
২৫.

اَلْمُعِزُّ

আল-মুই’জ্ব সম্মান-দানকারী
২৬.

اَلمُذِلُّ

আল-মুদ্বি’ল্লু (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী
২৭.

اَلسَّمِيعُ

আস্-সামিই’ সর্বশ্রোতা
২৮.

اَلْبَصِيرُ

আল-বাছীর সর্ববিষয়-দর্শনকারী
২৯.

اَلْحَكَمُ

আল-হা’কাম অটল বিচারক
৩০.

اَلْعَدْلُ

আল-আ’দল পরিপূর্ণ-ন্যায়বিচারক
৩১.

اَللَّطِيفُ

আল-লাতীফ সকল-গোপন-বিষয়ে-অবগত
৩২.

اَلْخَبِيرُ

আল-খ’বীর সকল ব্যাপারে জ্ঞাত
৩৩.

اَلْحَلِيمُ

আল-হা’লীম অত্যন্ত ধৈর্যশীল
৩৪.

اَلْعَظِيمُ

আল-আ’জীম সর্বোচ্চ-মর্যাদাশীল
৩৫.

اَلْغَفُورُ

আল-গফুর পরম ক্ষমাশীল
৩৬.

اَلشَّكُورُ

আশ্-শাকুর গুনগ্রাহী
৩৭.

اَلْعَلِيُّ

আল-আ’লিইউ উচ্চ-মর্যাদাশীল
৩৮.

اَلْكَبِيرُ

আল-কাবিইর অতিশয়-মেহেরবান
৩৯.

اَلْحَفِيظُ

আল-হা’ফীজ সংরক্ষণকারী
৪০.

اَلمُقيِت

আল-মুক্বীত সকলের জীবনোপকরণ-দানকারী
৪১.

اَلْحسِيبُ

আল-হাসীব হিসাব-গ্রহণকারী
৪২.

اَلْجَلِيلُ

আল-জালীল পরম মর্যাদার অধিকারী
৪৩.

اَلْكَرِيمُ

আল-কারীম সুমহান দাতা
৪৪.

اَلرَّقِيبُ

আর-রক্বীব তত্ত্বাবধায়ক
৪৫.

اَلْمُجِيبُ

আল-মুজীব জবাব-দানকারী, কবুলকারী
৪৬.

اَلْوَاسِعُ

আল-ওয়াসি সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান
৪৭.

اَلْحَكِيمُ

আল-হাকীম পরম-প্রজ্ঞাময়
৪৮.

اَلْوَدُودُ

 আল-ওয়াদুদ  (বান্দাদের প্রতি) সদয়
৪৯.

اَلْمَجِيدُ

আল-মাজীদ সকল-মর্যাদার-অধিকারী
৫০.

اَلْبَاعِثُ

আল-বাই’ছ’ পুনুরুজ্জীবিতকারী
৫১.

اَلشَّهِيدُ

আশ্-শাহীদ সর্বজ্ঞ-স্বাক্ষী
৫২.

اَلْحَقُّ

আল-হা’ক্ব পরম সত্য
৫৩.

اَلْوَكِيلُ

আল-ওয়াকিল পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
৫৪.

اَلْقَوِيُّ

আল-ক্বউইউ পরম-শক্তির-অধিকারী
৫৫.

اَلْمَتِينُ

আল-মাতীন সুদৃঢ়
৫৬.

اَلْوَلِيُّ

আল-ওয়ালিইউ অভিভাবক ও সাহায্যকারী
৫৭.

اَلْحَمِيدُ

আল-হা’মীদ সকল প্রশংসার অধিকারী
৫৮.

اَلْمُحْصِي

আল-মুহছী সকল সৃষ্টির ব্যপারে অবগত
৫৯.

اَلْمُبْدِئُ

আল-মুব্দি’ প্রথমবার-সৃষ্টিকর্তা
৬০.

اَلْمُعِيدُ

আল-মুঈ’দ পুনরায়-সৃষ্টিকর্তা
৬১.

اَلْمُحْيِي

আল-মুহ’য়ী জীবন-দানকারী
৬২.

اَلْمُمِيتُ

আল-মুমীত মৃত্যু-দানকারী
৬৩.

اَلْحَيُّ

আল-হাইয়্যু চিরঞ্জীব
৬৪.

اَلْقَيُّومُ

আল-ক্বাইয়্যুম সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
৬৫.

اَلْوَاجِدُ

আল-ওয়াজিদ অফুরন্ত ভান্ডারের অধিকারী
৬৬.

اَلْمَاجِدُ

আল-মাজিদ শ্রেষ্ঠত্বের অধিকারী
৬৭.

اَلْواحِدُ

আল-ওয়াহি’দ এক ও অদ্বিতীয়
৬৮.

اَلْاَحَدُ

আল আহাদ একক
৬৯.

اَلصَّمَدُ

আছ্-ছমাদ অমুখাপেক্ষী
৭০.

اَلْقَادِرُ

আল-ক্বদির সর্বশক্তিমান
৭১.

اَلْمُقْتَدِرُ

আল-মুক্ব্তাদির নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
৭২.

اَلْمُقَدِّمُ

আল-মুক্বদ্দিম অগ্রসারক
৭৩.

اَلْمُؤَخِّرُ

আল-মুয়াক্খির অবকাশ দানকারী
৭৪.

اَلْأوَّلُ

আল আওয়ালু অনাদি
৭৫.

اَلْآخِرُ

আল-আখির অনন্ত, সর্বশেষ
৭৬.

اَلظَّاهِرُ

আজ-জ’হির সম্পূর্নরূপে-প্রকাশিত
৭৭.

اَلْبَاطِنُ

আল-বাত্বিন দৃষ্টি হতে অদৃশ্য
৭৮.

اَلْوَالِي

আল-ওয়ালি সমস্ত-কিছুর-অনিভাব্ক
৭৯.

اَلْمُتَعَالِي

আল-মুতাআ’লি সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৮০.

اَلْبَرُّ

আল-বার্ পরম-উপকারী, অণুগ্রহশীল
৮১.

اَلتَّوَابُ

আত্-তাওয়াব তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী
৮২.

اَلْمُنْتَقِمُ

আল-মুনতাক্বিম প্রতিশোধ-গ্রহণকারী
৮৩.

اَلْعَفُوُّ

আল-আ’ফঊ পরম-উদার
৮৪.

اَلرَّؤُوفُ

আর-রউফ পরম-স্নেহশীল
৮৫.

مَالِكُ الْمُلْكِ

মালিকুল-মুলক সমগ্র জগতের বাদশাহ্
৮৬.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ

যুল-জালালি-ওয়াল-ইকরাম মহিমান্বিত ও দয়াবান সত্তা
৮৭.

اَلْمُقْسِطُ

আল-মুক্ব্সিত হকদারের হক-আদায়কারী
৮৮.

اَلْجَامِعُ

আল-জামিই’ একত্রকারী, সমবেতকারী
৮৯

الْغَنِيُّ

আল-গণিই’ অমুখাপেক্ষী ধনী
৯০

اَلْمُغْنِي

আল-মুগণিই’ পরম-অভাবমোচনকারী
৯১.

اَلْمَانِعُ

আল-মানিই’ অকল্যানরোধক
৯২.

اَلضَّارَّ

আদ্‌দ-র ক্ষতিসাধনকারী
৯৩.

اَلنَّافِعُ

আন্-নাফিই’ কল্যাণকারী
৯৪.

اَلنُّورُ

আন্-নূর পরম-আলো
৯৫.

اَلْهَادِي

আল-হাদী পথ-প্রদর্শক
৯৬.

اَلْبَدِيعُ

আল-বাদীই’ অতুলনীয়
৯৭.

اَلْبَاقِي

আল-বাক্বী চিরস্থায়ী,অবিনশ্বর
৯৮.

اَلْوَارِثُ

আল-ওয়ারিস’ উত্তরাধিকারী
৯৯.

اَلرَّشِيدُ

আর-রাশীদ সঠিক পথ-প্রদর্শক
১০০.

اَلصَّبُورُ

আস-সবুর অত্যধিক ধৈর্যধারণকারী