প্রচলিত শব্দ

নামাজ

১.  ছলাত  একটি আরবী শব্দ যার অর্থ হচ্ছে  দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। আর নামজ শব্দটি আমাদের বাংলা ভাষার  কোনো শব্দ নয় এবং ইসলামী শরিয়তের  কোনো পরিভাষা ও  নয়।

২. ছলাত শব্দটি কোরআনে ব্যবহৃত শব্দ। নামাজ এর পরিবর্তে ছলাত শব্দটি ব্যবহার করলে প্রতি হরফ এ ১০ টি করে মোট ৪০ টি জাযা পাওয়া যাবে ইনশা আল্লাহ্‌ এবং হাদিসে ও এ শব্দটি ব্যবহৃত হয়েছে।

৩.সর্বপরি ছলাত  হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম স্তম্ভ এবং গুরুত্ব পূর্ণ  মৌলিক ইবাদাত।”ছলাত” শব্দটি  হচ্ছে ইসলামী পরিভাষা  তাই আমাদের প্রত্যকের উচিত নামাজ শব্দটি পরিহার  করে ছলাত শব্দটি বলার অভ্যাস করা।

রোযা

নামাজের ন্যায় রোজাও একটি ফার্সি শব্দ। এ শব্দটি ও  আমাদের এই উপমহাদেশে  আরবী ‘ছওম বা ছিয়াম’ শব্দটির পরিবর্তে ব্যবহৃত হয়। ‘ছওম বা ছিয়াম’ এর অর্থ হচ্ছে
বিরত থাকা,ছেড়ে দেয়া। ছওম বা ছিয়াম ইসলামের ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম স্তম্ভ।  “ছওম বা ছিয়াম” শব্দ দুটি পবিত্র কুরানুল কারীমের শব্দ তাই এ শব্দ দুটি বললে ৩০ বা ৪০ টি জাযা পাওয়া যাবে ইনশা আল্লাহ্‌। এ শব্দগুলোও ইসলামী পরিভাষা । যেহেতু  ছওম বা ছিয়াম শব্দ দুটি ইসলামী পরিভাষা  তাই আমাদের উচিত রোজা  পরিহার করে ‘ছওম বা ছিয়াম ’ বলার অভ্যাস করা।

কোরআন শরীফ

আমরা পবিত্র কুরআনুল কারীমকে কুরআন শরীফ বলে থাকি অথছ মহান আল্লাহ রব্বুল আলামীন কুরআনুল কারীমকে কুরআন শরীফ বলে কোথাও অবহিত করেন নি। তিনি কুরআনুল কারীমকে  কুরআনুম মাজীদ,কুরআনুল কারীম, আল-ফুরক্বান, আল-কিতাব, আয-যিকর, আল-হাকীম, আল-হিকমা, আল-বায়ান, আল-বুরহান, আন-নূর, আল-হাক, আল-মুবীন, আশ-শিফা, আত-তানযীল, আর-রাহমাত, আল-খায়ের প্রভৃতি নামে অবহিত করছেন। তাই আমাদের উচিত মহান আল্লাহ রব্বুল আলামীন কুর আনুল কারীমকে যে নামে অবহিত করেছেন সেই নামেই অবহিত করা।