শাওয়াল,আরাফা এবং আশূরা ছওম এর ফযিলত

৮ টি ছওম পালনের মাধ্যমে আমরা তিন বছরের গুনাহের কাফ্‌ফারা ও এক বছরের ছওম পালনের সাওয়াব লাভ করতে পারি।

এক বছর ছওম রাখার সাওয়াব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদানের ছওম রাখার পর-পরেই শওয়াল মাসে ছয়টি ছওম পালন করে সে ব্যক্তির পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সাওয়াব লাভ হয়। ( সহিহ মুসলিম)

অর্থাৎ যদি কোন ব্যক্তি এ বছর (১৪৪২ হিজরী) এর রমাদান মাসের ৩০টি ছওম এবং শাওয়াল এর ৬ টি ছওম পালন করল  উপরে উল্লেখিত হাদিসের আলোকে সে ব্যাক্তি পূর্ণ বছর ( ১৪৪২ হিজরী) ছওম রাখার সাওয়াব লাভ করল।

তিন বছর এর গুনাহের কাফ্‌ফারা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ’রাফাহ্‌র দিনে ছওম এর ব্যাপারে বলেছেন: “আমি আল্লাহর নিকট আশাবাদী, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফ্‌ফারা হবে।” ( সহিহ মুসলিম)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেন, আশুরা বা ১০ই মুহাররমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের গোনাহের কাফফারা হিসাবে গণ্য হবে’। ( সহিহ মুসলিম)

উপরে উল্লেখিত হাদিস দুটি অনুযায়ী  যদি কোন ব্যাক্তি এ বছর (১৪৪২ হিজরী) আরাফার দিনে ছওম পালন করে তাহলে তার  পূর্ববর্তী অর্থাৎ  (১৪৪১ হিজরী) এবং পরবর্তী  (১৪৪৩ হিজরী) এই দুই বছর এর গুনাহের কাফ্‌ফারা হবে।

এবং সে ব্যক্তি যদি ১৪৪৩ হিজরী সালে আশুরার ছওম পালন করে তাহলে বিগত এক বছর অর্থাৎ (১৪৪২ হিজরী) এর গুনাহের কাফ্‌ফারা হবে।

আল্লাহ্‌ রব্বুল আলামীন আমদেরকে উপরোক্ত হাদিসের আলোকে ছওমগুলো রাখার তাওফিক দান করেন।