শাওয়াল মাসের এর ছয় ছওম

শাওয়াল মাসের এর ছয় ছওম

রমাদানের ছওম এর পর শওয়াল মাসের ৬টি ছওম রাখা মুস্তাহাব। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘‘যে ব্যক্তি রমাদানের ছওম রাখার পর-পরেই শওয়াল মাসে ছয়টি ছওম পালন করে সে ব্যক্তির পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সওয়াব লাভ হয়।’’

(মুসলিম ১১৬৪নং, সুনানে আরবাআহ; আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ)

নিয়ত

নফল ছওম এর নিয়ত ফজরের আগে থেকে হওয়া জরুরী নয়। বরং দিনের বেলায় সূর্য ঢলার আগে বা পরে নিয়ত করলেই ছওম শুদ্ধ হয়ে যায়। অবশ্য ফরয ছওম এর বেলায় ফজরের আগে থেকে হওয়া জরুরী। তবে নফল ছওম এর ক্ষেত্রে শর্ত হল, ফজর উদয় হওয়ার পর ছওম ভঙ্গের কোনো কারণ যেমন (পানাহার বা অন্য কিছু) না হয়ে থাকে।

এ কথার দলীল মা আয়েশার (রাঃ) হাদীস; তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলেন, ‘‘তোমাদের কাছে (খাবার) কিছু আছে কি?’’ বললেন, ‘জী না।’ মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তখন বললেন, ‘‘তাহলে আজকে আমি ছওম থাকলাম।’’( মুসলিম ১১৫৪ )

+

Dawa Guide

Dawa Guide

Leave a Comment