দুআ’ কবুলের সময় ও স্থানসমূহ

১) অনুপস্থিত ব্যক্তির জন্য দুআ’ (কোন মুসলিমের পিছনে বা অগোচরে অন্য মুসলিমের দুআ’)।(মুসলিম ৬৮২২)

২) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দুআ’।(জামে আত তিরমীযি ৩৪৪৮)

৩) বাবা তার সন্তানের জন্য দুআ’ (নেক দুআ’ বা বদ দুআ’)
(তিরমীযি ৩৪৪৮)

৪) নেককার সন্তানের দুআ’ (তার বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর)( আবু দাউদ ২৮৮০)

৬) আরাফাতের দিনে দুআ’।(তিরমীযি ৩৫৮৫)

৬) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দুআ (সূরা নামাল ৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বারর আয়াত)

৭) সেজদায় দুআ’।(নাসায়ী ১০৪৫)

৮) হজ্জের স্থানসমূহে দুআ’ (যেমন: আরাফা, মুজদালিফা, মিনা…)(ইবনে মাজাহ২৮৯২)

০৯) হাজ্জীর দুআ’ (হজ্জ করা অবস্থায়)।(ইবনে মাজাহ২৮৯৩)

১০) উমরাহকারীর দুআ’ (উমরাহ করার সময়)।(নাসায়ী ২৬২৫)

১১) আযানের পর দুআ’।(তিরমীযি ২১০)

১২) যুদ্ধ চলাকালীন সময় দুআ’।(আবু দাউদ২৫৪০)

১৩) বৃষ্টি বর্ষণকালে দুআ’।(আবু দাউদ ২৫৪০)

১৪) শেষ রাতের দুআ’,তাহাজ্জুদ(বুখারী ১১৪৫)

১৫) জুম্মার দিনে দুআ’,আছরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে।(নাসায়ী১৩৮৯)

১৬) লাইলাতুল কদর এর দুআ’।(বুখারী ও মুসলিম)

১৭) আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দুআ’।(আহমাদ ১৪৬৮৯,মুসলিম ৬৬৮)

১৮)ফরয  ছলাতের শেষ অংশে দুআ'( সালাম ফিরানোর আগে)।(রিয়াদুস স্বালেহিন ১৫০৮,তিরমিযি ৩৪৯৯)

১৯) মুসাফির ব্যক্তির দুআ’ (সফর অবস্থায়)।(তিরমীযি ৩৪৪৮)

২০) ছ-ইম ব্যক্তির দুআ’ (ছওম অবস্থায়)।(ইবনে মাজাহ ১৭৫২)

২১) ন্যায়পরায়ণ শাসকের দুআ’।(তিরমীযি ২৫২৬)

২২) দুআ’ ইউনুস পাঠ করে দুআ’ করলে কবুল হয়।(তিরমিযি৩৫০৫)

২৩) ইসমে আযম পড়ে দুআ’ করলে কবুল হয়।(ইবনে মাজাহ ৩৮৫৬)

২৪) বিপদে পতিত হলে যে দুআ’ পড়া হয়(ইন্না লিল্লা-হি……রাজিউন)
এবং
(আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা…) তখন দুআ’ কবুল হয়।(মিশকাতুল মাসীবাহ ১৬১৮,মুসলিম ৯১৮)

২৫) জমজমের পানি পান করার পর দুআ’।(ইবনে মাজাহ ৩০৬২,আহমদ ৩/৩৫৭)

২৬) নির্যাতিতের দুআ’ (তিরমিযি৩৪৪৮)

২৭)যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্‌র অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। (বুখারী (ফাতহুল বারীসহ), ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/২০৯২, নং ২৭২৯।)

২৮) দু হাত তুলে দোয়া করা,আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন(আবু দাউদ ১৪৮৮)