সিয়াম ভঙ্গের কারণ এবং কাযা ও কাফ্‌ফারা সমূহঃ

সিয়াম ভঙ্গের কারণ এবং কাযা ও কাফ্‌ফারা সমূহঃ

কাযাঃ
কাযা হচ্ছে একটি ছিয়ামের পরিবর্তে অন্য সময়ে নিষিদ্ধ ৫ দিন ব্যতীত (ঈদুল ফিতর,ঈদুল আযহা এবং ঈদুল আযহা এর পরের তিন দিন) আরেকটি ছিয়াম পালন করা।

কাফ্‌ফারাঃ
কাফ্‌ফারা হচ্ছে একটি ছিয়ামের পরিবর্তে নিম্ন বর্নীত কাজ সমূহের যে কোন একটি কাজ করা।

(১) দাস মুক্ত করা, আর তা সম্ভব না হলে
(২) একাধারে ৬০টি ছিয়াম রাখা, আর সেটিও সম্ভব না হলে
(৩) ৬০ জন মিসকীনকে এক বেলা খানা খাওয়ানো।

১. ইচ্ছা পূর্বক পানাহার ও ধুমপান করা। রমযান মাসে দিনের বেলায় ইচ্ছা পূর্বক পানাহার করলে এতে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে। এর ফলে কাযা ও কাফফারা দিতে হবে।

২. ইচ্ছাকৃত বমি করা। এ ছিয়াম আবার কাযা করতে হবে।

৩. স্বামীস্ত্রীর মিলন। রমযান মাসে দিনের বেলায় স্বেচ্ছায়  স্বামী-স্ত্রীর মিলন হলে এতে ছওম ভঙ্গ হয়ে যাবে। এর ফলে কাযা ও কাফফারা  দিতে হবে।

৪. বৈধ অবৈধ যে কোন প্রকার যৌনক্রিয়া।

৫. পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন- ইনজেকশান বা রক্ত গ্রহণ করা যার ফলে ক্ষুধা নিবারন হয়।

৬. মা বোনদের মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাব। এর কারণে শুধু মাত্র কাযা আদায় করতে হবে।