কুরাআনের শব্দবালী

 পবিত্র কুরানুল কারীম এ সর্বোমোট ৭৮,০০০ শব্দ রয়েছে তম্মধ্যে ১২৫ টি শব্দ যা পবিত্র কুরানুল কারীম এ ৪০,০০০ বার ব্যবহৃত হয়েছে। যা সম্পূর্ণ কুরআনে ব্যবহৃত মোট শব্দের ৫১% । এই শব্দ গুলোর অর্থ মূখস্ত করতে পারলে আমরা পবিত্র কুরানুল কারীম এর ৫১% শব্দের অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ্‌।

  মানুষ اِنْسَان ৬৩   আল্লাহ্‌ اَللهُ
  ব্যতীত اِلاَّ ৬৪   শাইত-ন شَيْطَان
  তারা ঈমান এনেছে امَنُوْ ৬৫   সে (পুরুষ) هُوَ
  হক / সত্য حَقّ ৬৬   তারা (পুরুষ) هُمْ
  অথবা اَوْ ৬৭   তুমি (পুরুষ) اَنْتَ
 এই/ইহা (পুরুষ) هَذَا ৬৮   তোমরা (পুরুষ) اَنْتُمْ
 এই/ইহা (মহিলা) هَذِهِ ৬৯   আমি اَنَا
 ঐ / ঐটা ( পুরুষ ) ذَلِكَ ৭০   আমরা نَحْنُ
 ঐ / ঐটা ( মহিলা) تِلْكَ ৭১   কে مَنْ
 এগুলি هَؤُلاء ৭২   কি هَلْ ১০
 তারা أُولَئِكَ ৭৩   উত্তম خَيْر ১১
 যখন اِذْ ৭৪   নাম اِسْم ১২
 যখন اِذَا ৭৫   দয়াময় رَحْمَن ১৩
 সে এসেছে (পুরুষ) جَاءَ ৭৬   অধিক দয়াময় رَحِيْم ১৪
 মানুষ نَاس ৭৭   অধিক সম্মানিত كَرِيْم ১৫
 সে করেছে (পুরুষ) فَعَل ৭৮   প্রশংসা حَمْد ১৬
 সৃষ্টি করেছেন (পুরুষ) جَعَلَ ৭৯   আল্লাহর জন্য لِلَّهِ ১৭
 সে খুলেছে فَتَحَ ৮০   সমগ্র জগতের عَالَمِيْنَ ১৮
 বলো قُلْ ৮১   মুসলিম مُسْلِم ১৯
 এক اَحَدَ ৮২   মু’মিন مُؤْمِن ২০
 না বোধক শব্দ অতীত لَمْ ৮৩   মুশরিক مُشْرِك ২১
 না বোধক শব্দ ভবিষ্যৎ لَنْ ৮৪   কাফির كَافِر ২২
 সে সাহায্য করেছে (পুরুষ) نَصَرَ ৮৫   ভালো صَالِح ২৩
 সে সৃষ্টি করেছে (পুরুষ) خَلَقَ ৮৬   দিবস يَوْم ২৪
 সে স্মরণ করেছে (পুরুষ) ذَكَرَ ৮৭   জীবন ব্যবস্থা
دِيْن ২৫
 সে ইবাদত করেছে (পুরুষ) عَبَدَ ৮৮   তোমারই اِيَّاكَ ২৬
 বিষয় شَيْء ৮৯   রব رَبَّ ২৭
  সে উপমা দিয়েছে / মেরেছে ضَرَبَ ৯০   কি/না مَا ২৮
  সে শ্রবণ করেছে (পুরুষ) سَمِعَ ৯১   রাস্তা صِرَاط ২৯
  সে জেনেছে (পুরুষ) عَلِمَ ৯২   সরল সঠিক مُسْتَقِيْم ৩০
  সে আমল করেছে (পুরুষ) عَمِلَ ৯৩   যারা الَّذِيْنَ ৩১
  কথা / বাণী حَدِيْث ৯৪   ব্যতীত غَيْر ৩২
  ইলাহ্‌ اِله ৯৫   না لاَ ৩৩
  বক্ষ صَدْر ৯৬   পথভ্রষ্ট ضَالِّيْنَ ৩৪
  ফেরেশতা مَلَك ৯৭   সে (মহিলা) هِىَ ৩৫
  জ্বীন جِنَّة ৯৮   কিতাব كِتَاب ৩৬
  হে (পুরুষ) يَا ৯৯   আমরা নাযিল করেছি اَنْزَلْنَا ৩৭
  সম্প্রদায় قَوْم ১০০   আয়াত/ নিদর্শন اَيَة ৩৮
  হে (পুরুষ) اَيُّهَا ১০১   পৃথিবী اَرْض ৩৯
  যে اَنْ ১০২    আকাশ سَمَاء ৪০
  নিশ্চই اَنَّ ১০৩    সম্পন্নরা اُوْلُوْ ৪১
  মুহাম্মাদ (সঃ) مُحَمَّد ১০৪   যদি لَوْ ৪২
  রসূল رَسُوْل ১০৫   জন্য لِ ৪৩
  ছলাত صَلاَة ১০৬   হতে / থেকে مِنْ ৪৪
  অংশীদার شَرِيْك ১০৭   সম্পর্কে / থেকে عَنْ ৪৫
  কি مَاذَا ১০৮   অবশ্যই لَقَدْ ৪৬
  পবিত্রতা বর্ণনা করা سُبْحَانَ ১০৯   কুরআন قُرْان ৪৭
  মহান عَظِيْم ১১০   যদি اِنْ ৪৮
  ভাল জিনিস طَيِّبَات ১১১   তিনি ইচ্ছা করেন شَاءَ ৪৯
  শান্তি سَلاَم ১১২   নিশ্চই اِنَّ ৫০
  নাবী نَبِىّ ১১৩   মূলত اِنَّمَا ৫১
  রহমত رَحْمَة ১১৪   আমল সমূহ اَعْمَال ৫২
  বান্দা عَبْد ১১৫   দ্বারা بِ ৫৩
  অচিরেই سَوْفَ ১১৬   মধ্যে فِىْ ৫৪
  ইবর-হীম اِبْرَاهِيْم ১১৭   রাস্তা سَبِيْل ৫৫
  প্রাণ / আত্মা نَفْس ১১৮   উপরে عَلَى ৫৬
  প্রচুর كَثِيْر ১১৯   যিনি اَلَّذِىْ ৫৭
  পাপ ذَنْب ১২০   তোমাদের মধ্যে কে اَيُّكُمْ ৫৮
  ক্ষমাশীল غَفُوْر ১২১   সর্বোত্তম اَحْسَن ৫৯
  দুনিয়া دُنْيَا ১২২   দিকে اِلَى ৬০
  আখিরাহ্‌ اخِرَة ১২৩   সাথে مَعَ ৬১
  আযাব / শাস্তি عَذَاب ১২৪   নিকটে عِنْدَ ৬২
  আগুন نَار ১২৫