Learn form Quran

যখন আমি বিষন্ন থাকি আল্লাহ বলেন-

اَللّٰهُ وَلِيُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ

অর্থঃ “যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে।” (সুরা বাকারা:২৫৭)

যখন আমি হতাশায় থাকি। আল্লাহ বলেন-

– وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

অর্থঃ  “আল্লাহর উপরই ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও।” (সুরা মায়েদা :২৩)

যখন আমার একাকী লাগে আল্লাহ বলেন-

فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ

অর্থঃ “তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো।” (সুরা বাকারা:১৫২)

যখন আমি গুনাহ করি। আল্লাহ বলেন-

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْۗ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۗ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ

অর্থঃ “আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?” (সুরা ইমরান:১৩৫)

 যখন আমি ক্ষমা চাই আল্লাহ বলেন

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ

অর্থঃ “আল্লাহই তওবা কবুলকারী, করুণাময়।” ( সুরা তাওবা :১০৪)

যখন আমি বিপদে পড়ি ।আল্লাহ বলেন-

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِۗ وَبَشِّرِ الصّٰبِرِيْنَ

অর্থঃ “অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।” (সুরা বাকারা :১৫৫)

যখন আমি অস্থির থাকি । আল্লাহ বলেন-

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ۗاِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖۗ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

অর্থঃ “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট।” (সুরা তালাক:৩)

যখন আমি আতংকে থাকি।আল্লাহ বলেন-

اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَۗ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَيُقْتَلُوْنَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰىةِ وَالْاِنْجِيْلِ وَالْقُرْاٰنِۗ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَيْعِكُمُ الَّذِيْ بَايَعْتُمْ بِهٖۗ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ

অর্থঃ “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।” (সুরা তাওবা:১১১)

যখন আমি কষ্ট পাই আল্লাহ বলেন-

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۗ

অর্থঃ “নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” ( সুরা আলাম-নাশরাহ:৬)

যখন আমি কষ্ট সহ্য করতে চাই না। আল্লাহ বলেন-

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ

“আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশী বোঝা দেই না।” ( সুরা আরাফ:৪২)

যখন আমি ধৈর্য ধরি। আল্লাহ বলেন –

قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ۗلِلَّذِيْنَ اَحْسَنُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ  ۗوَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ  ۗاِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ

অর্থঃ “যারা সবরকারী, তারা পুরস্কার পায় অগণিত।” (সুরা যুমার:১০)