আরবিতে অভিবাদন জানানো

শয়তান থেকে আশ্রয় পার্থনাঃ

 

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم

 

আউজুবিল্লাহি মিনাশ শাইত-নির রজীম।

Translation: I Seek Refuge With (الله) God From The Stoned Shaitan (Satan).

অর্থঃ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।

কোন কিছু শুরুর পূর্বেঃ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

In The Name Of (الله)God, Most Gracious, Most Merciful.

অর্থঃপরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

ধন্যবাদ জানাতেঃ

جَزَاكَ اللهُ خَيْراً‎‎

জাযাকাল্লাহু খইর।

Jazak Allahu Khair

অর্থঃ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন

পুরুষদের ক্ষেত্রেঃ জাজাকাল্লাহু খইর: جَزَاكَ اللهُ خَيْراً‎‎

Masculine: Jazak Allahu Khair : ‎‎جَزَاكَ اللهُ خَيْراً‎‎

মহিলাদের ক্ষেত্রেঃ জাজাকিল্লাহু খইর: جَزَاكِ اللهُ خَيْراً‎‎

Feminine: Jazaki Allahu Khair : جَزَاكِ اللهُ خَيْراً‎‎

বহুবচনের ক্ষেত্রেঃজাজাকুমুল্লাহু খইর: جَزَاكُمُ اللهُ خَيْراً‎‎

Plural: Jazakum Allahu Khair: جَزَاكُمُ اللهُ خَيْراً

সালাম বিনিময়ঃ

اَلسَّلَامُ عَلَيْكُمْ

আস-সালামু আলাইকুম।

Assalamu ‘Alaikum :

অর্থঃ আপনার উপর শান্তি বর্ষিত হোক

Translation: Peace be upon you

অথবাঃ

ُاَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা-তুহ।

Assalamu ‘alaikum wa rahmatullahi wa barakatuh .

Translation: May the peace, mercy, and blessings of Allah be upon you.

অর্থঃ আপনার উপর আল্লাহ্‌র রহমত ,বরকত ও শান্তি বর্ষিত হোক।

সালামের উত্তরঃ

ْوَعَلَيْكُمُ السَّلَام

ওয়া আলাইকুমুস সালাম

Wa’alaikum Assalam

Translation: peace be upon you

অর্থঃ আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক।

অথবাঃ

ْوَعَلَيْكُمُ السَّلَامْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’।

Wa’alaikum assalam wa rahmatullahi wa barakatuh .

অর্থঃ আপনার প্রতিও আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।

And peace and mercy and blessings of Allah be upon you.

সালামের পরে শুভেচ্ছা জানাতেঃ

ُحَيَّاكَ الله

হায়াকাল্লাহ

Hiyyaka Allah

অর্থঃ আল্লাহ তায়ালা আপনাকে দীঘ্রজীবি করুক।

Translation: May Allah greet you (lit. May Allah preserve your life)

ধন্যবাদের উত্তরেঃ

بَارَكَ اللهُ فِيْك

বা-রাকাল্লাহু ফি-ক

Baraka Allah feek.

আল্লাহ আপনাকে বারাকাত দান করুন।

ْبَارَكَ اللهُ فِيْكُم

বা-রাকাল্লাহু ফি-কুম।

Barak Allahu Feekum.

আল্লাহ আপনাদেরকে বারাকাত দান করুন।

Translation: May Allah bless you.

কাউকে বিদায় জানাতেঃ

فِيْ اَمَانِ الله

ফি আমা- নিল্লাহ।

Fi Amanillah

অর্থঃ আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন।

Translation: May ALLAH Protect You.

আশ্চর্য কিছু শুনলে বা দেখলেঃ

سُبْحَانَ الله

সুবহা-নাল্লাহ

Subhanallah.

অর্থঃ আল্লাহ মহা পবিত্র।

for praising something

Translation: Glory be to Allah

اَللهُ سُبْحَانَ وَ تَعَالىٰ

আল্লাহ সুবহান ওয়া তায়ালা।

ALLAH Shubhan Wa Tala.

অর্থঃ আল্লাহ পবিত্র এবং পরাক্রমশালী।

Note: The abbreviation after Allah (SWT) means “Subhana Wa Tala”: ALLAH The Sacred and The Mighty

ভবিষ্যৎ কাজের দোয়াঃ

اِنْ شَاءَ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰ

ইংশা- আল্লাহু তায়ালা।

Insha Allah Tala.

অর্থঃ আল্লাহ তায়ালা যদি চান।

Translation: If Allah wills/Through Allah’s will.

গুনাহ থেকে তাওবার দোয়াঃ

َاَسْتَغْفِرُ الله

আস্ তাগফিরুল্লাহ

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

I beg Allah for forgiveness.

Repenting for sins before Allah.

ভাল কিছু শুনলে বা দেখলেঃ

مَاشَاءَ الله

মা-শা আল্লাহ।

Masha Allah.

অর্থঃ আল্লাহ যা করেন ভালর জন্যই করেন।

Translation: As Allah has willed/Praise be to Allah

for expressing appreciation of something good.

সুসংবাদ শুনলেঃ

اَلْحَمْدُ ِلله

আলহামদু লিল্লাহ।

Alhamdulillah.

অর্থঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য ।

Translation: Thanks be to Allah.

দোয়ার শেষে বলতে হয়ঃ

اَمِيْن

আমীন।

Ameen

অর্থঃ হে আল্লাহ কবুল কর।

Translation: May it be so.

কাউকে খুশি রাখার দোয়াঃ

َاَضْحَكَ اللهُ سِنِّك

আদহাকাল্ললাহু ছিন্নাকা।

Azhak Allah sinnaka .

অর্থঃ আল্লাহ আপনাকে প্রফুল্ল রাখুক।

May Allah keep you cheerful.JTVCYndzX3BkZnByaW50JTIwZGlzcGxheSUzRCUyN3ByaW50JTI3JTVEJTBBমুহাম্মাদ (সঃ) এর নাম বললেঃ

َﺻَﻠَّﯽ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍَٓﻟِﮧِ ﻭَﺳَﻠَّﻢ

ছল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম।

Sallahu ‘alayhi Tala Alahi Walahi Wa salaam.

অর্থঃ মুহাম্মাদ (সঃ) ও তার পরিবার পরিজন এর উপর শান্তি বর্ষিত হোক।

Translation: Peace be upon him & his Family (S.A.W. & hf).

অন্যান্য নবীর নাম শুনলেঃ

عَلَيْهِ السَّلَام

আলাইহি সাল্লাম।

অর্থঃ তাহার উপর শান্তি বর্ষিত হোক।

Alayhi Salaam.

Translation: Peace be upon him (A.S.).

পুরুষ সাহবীদের নাম শুনলেঃ

ُرَضِيَ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰ عَنْه

রদিয়াল্লাহু তায়ালা আনহু।
Radi Allah Tala ‘Anhu.

অর্থঃআল্লাহ তাহার উপর রাজী ও খুশি ।

Translation: May Allah be pleased with him (R.A.)

মহিলা সাহবীদের নাম শুনলেঃ

رَضِيَ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰعَنْهَا

রদিয়াল্লাহু তায়ালা আনহা।

Radi Allah ‘Anha.

অর্থঃআল্লাহ তাহার উপর রাজী ও খুশি ।

Translation: May Allah be pleased with her (R.A.).

একাধিক সাহবীদের নাম শুনলেঃ

ْرَضِيَ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰ عَنْهُم

রদিয়াল্লাহু তায়ালা আনহুম।

অর্থঃআল্লাহ তাহাদের উপর রাজী ও খুশি ।

Radi Allah ‘Anhum.

Translation: May Allah be pleased with them (R.A.).

শরীর ব্যথা বা অশান্তি দূর করার দোয়াঃ

لَاحَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْم

লা-হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লাহিল আলিইয়্যিল আজী-ম।

La hawla wala quwata illah billah Hil Ilyl Azeem.

অর্থঃ আল্লাহ তায়ালা শক্তি ছাড়া আমার কোন শক্তিও নেই কোন অবস্তাও নেই।

Translation: There is no strength nor power except Allah.

কেহ ধন্যবাদ জানালেঃ

ُبَارَكَ الله

বা-রকাল্লাহু।

Barakallah.

অর্থঃআল্লাহ আপনাকে বরকত দান করুন।

কোরআন তেলাওয়াতের পরঃ

ُصَدَقَ اللهُ الْعَظِيْم

ছদাকল্লাহুল আজী-ম।

আল্লাহ সত্যবাদী ও পরাক্রমশালী।

Sadaqallahul ‘ajeem.

The meaning of it is: “Allah says the truth.”

আল্লাহর উপর ভরসাঃ

تَوَكَّلْتُ عَلَى الله

তাওয়াকালতু আলাল্লাহ।

Tawakkal-tu-‘ala-Allah.

অর্থঃ আমি আল্লাহ্‌র উপর ভরসা করিলাম।

I have put my trust in Allah-rely on Allah solving a problem.

ِتَوَكَّلْنَا عَلَى الله

তাওয়াকালনা আলাল্লাহ।

Tawkkalna-‘ala-Allah.

অর্থঃ আমরা আল্লাহ্‌র উপর ভরসা করিলাম।

Translation: We Have Put Our Trust In Allah – Waiting For A Problem To Be Solved.

কাউকে কষ্টের মধ্যে দেখলেঃ

رَحِمَهُ الله

রহিমাহুল্লাহ।

Rahimahullah.

অর্থঃ আল্লাহ তাঁর প্রতি রহমত করুন।

Allah have Mercy on him.

আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ দেখলেঃ

আল্লাহর নিকট আশ্রয় চাওয়াঃ

ِنَعُوْذُ بِالله

নাউয়ুজু বিল্লাহ।

Na’uzhu-bi-Allah.

অর্থঃ আমরা আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

Translation: We seek refuge in Allah.

কাউকে সাহায্য করার সময়ঃ

ِفِيْ سَبِيْلِ الله

ফি সাবী-লিল্লাহ।

Fi sabee lillah.

অর্থঃ আল্লাহ্‌র পথে।

কাউকে গুনাহের কাজ করতে দেখলেঃ

َاِتَّقِ الله

Ittaqillah.

ইত্তাকিল্লাহ।

অর্থঃআল্লাহকে ভয় কর।

Translation: Fear Allah.

কঠিন অবস্থায় পড়ার দোয়াঃ

حَسْبِيَ الله

হাসবি- আল্লাহ।

Hasbi Allah.

অর্থঃআমার জন্য আল্লাহই যথেষ্ট।

Translation:Allah will suffice me.

শুকরিয়া জানাতেঃ

َاَلْحَمْدُ ِللهِ رَبِّ الْعَالَمِيْن

আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন।

Al-Hamdu Lillahi Rabbil ‘Alamin.

অর্থঃ সমস্ত প্রশংসা মাহান আল্লাহ তায়ালার জন্য যিনি সারা জাহানের মালিক।

দুঃসংবাদ বা মৃত্যু খবর শুনলেঃ

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

Innaa lillaahi wa innaa ilayhi raaji’oon

অর্থঃ নিশ্চয়ই আমি আল্লাহ্‌র জন্য এবং নিশ্চয়ই আমি তার দিকেই ফিরে যাব ।

Translation: To Allah We Belong And To Him Is Our Return.

মৃত্যু পরিবারের জন্য দোয়াঃ

ْعَظَّمَ اللهُ اَجْرَكُم

আযযামা আল্লাহু আজরাকুম।

Ajjaama allahu ajrakom.

অর্থঃ আল্লাহ আপনাদের প্রতিদান দান করুক।

Translation: may Allah make your ajer (reward) great.

বন্ধুর মৃত্যুর সমবেদনা জানাতেঃ

ْشَكَرَ اللهُ سَعْيَكُم

সাকারা আল্লাহু সাইয়্যআকুম।

আল্লাহ আপনাদের প্রচেষ্টা কবুল করুক।

Shakar Allahu Sa’yikum.

Translation: May Allah accept that your effort.

শরীর ব্যথা বা অশান্তি দূর করার দোয়াঃ

ِلَاحَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْم

লা-হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লাহিল আলিইয়্যিল আজী-ম।

La hawla wala quwata illah billah Hil Ilyl Azeem .

অর্থঃ আল্লাহ তায়ালা শক্তি ছাড়া আমার কোন শক্তিও নেই কোন অবস্তাও নেই।

Translation: There is no strength nor power except Allah.